ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, , ১৮ শাওয়াল ১৪৪৫
englishwithyeasir@gmail.com +8801633686868
কোভিড-১৯

মানুষের কি হবে একবার ভাবুন।


প্রকাশ: ২২ এপ্রিল, ২০২১ ০৭:৩৩ পূর্বাহ্ন



Audio

কোভিড-১৯ মহামারিতে গোটা বিশ্ব স্থবির হয়ে গেছে। উন্নত বিশ্বের দেশগুলো হিমশিম খাচ্ছে করোনা মোকাবিলায় । বাংলাদেশের চলছে লকডাউন। জীবন বাঁচানোর জন্য লকডাউন দেয়া হলো ভাল কথা। লকডাউন পালন করে ঘরে বসে না খেয়ে কি সে বাঁচতে পারবে? কেন বলছি এ কথা? আপনি বলুন কটা মানুষের আয় রোজগার সন্তোষজনক? গুটিকতেক লোকের কোন সমস্যা নেই। খোঁজ নিয়ে দেখুন  আয় রোজগারহীন মানুষ কিভাবে দিন কাটাচ্ছে। জানি অনেকে কল্পনাও করতে পারবেনা। কারণ এই দেশের বহু সংখ্যক লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে। গত বছরে সরকারের দেওয়া প্রণোদনার ১০ হাজার কোটি টাকার সিংহ ভাগ চলে গিয়েছিল কার পেটে সেটা আল্লাহই জানেন। সাধারণ মানুষ তার ছিটে ফোটাও পায়নি।

করোনায় সরকার ঘোষিত বাংলাদেশে ১০ কোটি টাকা প্রণোদনা দেওয়া তামাশার শামিল। আমরা হতাশ হয়েছি। চারিদিকে কাজ বন্ধ, আয় রোজগার বন্ধ তারা কি নিয়ে বাঁচবে একবার ভাবুন। এভাবে দেশের নিম্নবিত্ত মানুষদের কষ্ট না দিয়ে, তাদের জন্য ত্রাণের যথাযথ ব্যবস্থা করে লকডাউন কার্যকর না করলে তাদের কখনোই ঘরে আটকে রাখা যাবে না। মানুষের জীবন বাচাতে  ডকডাউন দরকার আছে ঠিক, কিন্তু কাজহীন মানুষকে টাকা পয়সা, ত্রাণ না দিলে ওসব মানুষের কি হবে একবার ভাবুন।

 


   আরও সংবাদ